আজ আলোচনা করব জাভা পাখির বিডিং , খাওয়া-দাওয়া ,চিকিৎসা ,ব্যবসা এই সবকিছু সম্বন্ধে। । জাভা পাখির খাবার | জাভা পাখির ব্রিডিং | জাভা পাখির খাদ্য
আজ আলোচনা করব জাভা পাখির বিডিং , খাওয়া-দাওয়া ,চিকিৎসা ,ব্যবসা এই সবকিছু সম্বন্ধে।।
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের পাখিরা সব খুব ভালো আছে আমি রাজ আপনারা পড়ছেন আমার ব্লগ পেজ বারাসাত বার্ড ব্রিডার।।
BARASAT BIRDS BREEDERS
এক থেকে দুবছর বছর আগে জাভা পাখির দাম ছিল 300 টাকা এখন বর্তমানে তার দাম 600 থেকে 700 টাকা জোড়া ,।।
আগের তুলনায় জাভা পাখির চাহিদা ও যথেষ্ট পরিমানে বেড়েছে আর জাভা পাখির খাওয়া খরচা অন্য পাখির তুলনায় যথেষ্ট কম ।।।
BIRDS BREEDER BARASAT
প্রথমে আলোচনা করি জাভা পাখির বিডিং কিভাবে করাবেন তার উপর ।।
যদিও আমার জাভা পাখি পালনের অভিজ্ঞতা খুব বেশিদিনের নয় তবুও এই কদিনে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি আপনাদের সাথে আলোচনা করব।।
জাভা পাখি একধরনের ফিঞ্চ পাখির জাতের মধ্যেই পড়ে এটি এক ধরনের ফিঞ্চ পাখি বললেও চলে তাই অন্য ফিঞ্চ পাখির মত জাভা পাখির বিডিং খুবই সহজ লাভ বার্ড ককটেল পাখির তুলনায় ।।
জাভা পাখি কলোনি ও সেপারেট খাঁচা সব জায়গায় খুব ভালো ব্রিড খুব করে, কিন্তু আপনি যদি ব্যবসায়িক ভিত্তিতে করতে চান তাহলে আপনাকে 1.5ফুট /1.5ফুট সেপারেট খাঁচায় এক জোড়া করে রাখতে হবে ।।
আপনি যদি সঠিক নিয়মে খাবার দেন তাহলে প্রতি ব্রিডএ 4 থেকে 5 কখনও কখনও 6 থেকে 7 টা বাচ্চা পাওয়া যায় প্রতি জোড়া থেকে।।
BIRDS BREEDER BARASAT
এবার আলোচনা করব জাভা পাখির খাওয়া ও পরিচর্চার ব্যাপারে ।।
জাভা পাখির খাবার অতি সাধারণ, এদের খাবারের মধ্যে অর্ধেক ধান অর্ধেক পরিমাণ মোটা কাঙনি সামান্য পরিমাণে তৈল ব্রিজ ব্যবহার করা যেতে পারে।।
জাভা পাখির বিল্ডিং এর জন্য অত্যাবশ্যক একটি খাবার হলো এগফুট।।
এটি না ব্যবহার করলে আপনি কখনোই ভালো ব্রিড পাবেন না ,
এটি ব্যবহার করার সঠিক নিয়ম হল তিনটি টোস্ট বিস্কুট এর সাথে একটি সেদ্ধ ডিম ভালো করে মেখে প্রয়োজনমতো পাখিকে খেতে দেওয়া ,
শীতের সময় সপ্তাহে দুদিন গরমের সময় একদিন।।পর পর তিনচারদিন বৃষ্টি হলে এগফুট না দেওয়াই ভালো ।।
আপনি টোস্ট বিস্কুট এর পরিবর্তে পাউরুটি ভাল করে ভেজে ব্যবহার করতে পারেন ,
শাকসবজি মধ্যে আপনি কলমি শাক, থানকুনি পাতা, নিম পাতা ব্যবহার করতে পারেন।।
এরপর আলোচনা করব জাভা পাখির রোগ ও তার চিকিৎসা ব্যাপারে ।।
BIRDS BREEDER BARASAT
জাভা পাখির সঠিক পরিচর্যা করলে সে রকম কোনো রোগ হয় না।
আবহাওয়া পরিবর্তনের সময় জাভা পাখির ঠান্ডা লেগে যায় এবং হজমের সমস্যা হলে পাতলা পায়খানা হয়,
পাতলা পায়খানা হলে 02 সিরাপ ব্যবহার করুন, ঠান্ডাজনিত সমস্যা হলে অ্যান্টিবায়োটিক হিসেবে MOX 500 বা MOX 250 ব্যবহার করতে পারেন, খাওয়া-দাওয়া কম করলে লিভারের মেডিসিন হিসেবে LIV 52 ব্যবহার করতে পারেন, ভিটামিন হিসাবে VIMERAL ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম হিসেবে CADISOL DC ব্যবহার করতে পারেন। ।
বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া আবশ্যিক ।।
এবার আলোচনা করি জাভা পাখির প্রজনন করানো কি ব্যবসা হিসেবে নেওয়া সম্ভব ??
হ্যাঁ অবশ্যই সম্ভব।। নতুন সেটাপ এর উপর আলোচনা করব, কত খরচা টোটাল হিসাব আপনাকে দেব ,,
নতুন সেটাপ করার জন্য আপনার প্রয়োজন 10 জোড়া পাখি সেটি কমপক্ষে 800 থেকে 900 টাকা জোড়া কিনতে হবে সাথে দশটি সেপারেট খাঁচা তার জন্য খাবারের পাত্র ও জলের পাত্র সমুদ্রের ফেনা ওষুধ সবই আপনাকে কিনতে হবে।।
BIRDS BREEDER BARASAT
10 জোড়া পাখি 800 টাকা করে 8000 টাকা ,
10টি খাবার পাত্র ও 10 টি জলের পাত্র 10 টাকা করে হলে 200 টাকা ,
10 টি সেপারেট খাঁচা প্রত্যেকটির দাম 200 টাকা হলে 2000 টাকা,
সমস্ত রকম ওষুধ ও সমুদ্রের ফেনা 1000টাকা,
মোট খরচা 8000+200+2000+1000=11200.
জাভা পাখি যদি বিল্ডার পেয়ার হয় তাহলে প্রথম এক মাসের মধ্যে কমপক্ষে পাঁচ জোড়া ডিম দেবে প্রত্যেকটি জোড়া চারটে করে বাচ্চা ফোটায় ও বড় করে তাহলে দুমাস পর কুড়িটি বাচ্চা, মোট 10 জোড়া পাখি বিক্রি করলে আপনি প্রথম মাসে 7000 টাকা,।।
BIRDS BREEDER BARASAT
পরের দু'মাসে প্রথমবারের 5 জোরা ও পরের অন্য 5 জোড়া বাচ্চা দিলে 14000 হাজার টাকা আপনি পাখি বিক্রি করতে পারবেন !!
দ্বিতীয় মাসে 7000 চতুর্থ মাসে 14000 মোট চার মাসে ইনকাম 21000 আপনার মোট খরচা খরচা 11000 টাকা 21000 থেকে 11000 বাদ দিলে দিলে মোট লাভ 10000 এর মধ্যে থেকে খাবার খরচা বাদ দিলে প্রতিমাসে 6 থেকে 7 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন !!
আমার পাখি লাগবে ০১৭১৪২০১০২১
উত্তরমুছুন