পাখির ঠান্ডা লাগার কারন লক্ষন চিকিৎসা ।।

 পাখির ঠান্ডা লাগার কারন লক্ষন চিকিৎসা ।।


পাখিদের ঠান্ডা লাগা একটি সাধারন রোগ । 

যে কোনো পাখিরি ঠান্ডা লাগতেই পারে।



পাখির ঠান্ডা লাগার কারন কি?? 


হঠাৎ তাপমাত্রার পরিবর্তন হলে । 

হঠাৎ খুব বৃষ্টি হলে। 

বাতাসের আদ্রতা বেরে গেলে। 

মোল্টিং বা পালক বদলানোর সময় ।

পাখির গায়ে সরাসরি বাতাসের স্পর্শে রাখলে।


 ঠান্ডা লাগার লক্ষণ কি কি ??


 ঠান্ডা লাগলে পাখি ক্রমাগত নাক দিয়ে আওয়াজ করতে থাকে ।। 

খুব জোরে মাথা নাড়ানোর সাথে সাথে নাক দিয়ে জলের মত সর্দি বেরতে থাকে।। 

যেহেতু এই সময় পাখির নাক বন্ধ হয়ে যায় সেজন্য মুখ দিয়ে শ্বাস নেয়।। 

চোখের উপর ও নিচের পাতা ফুলে যেতে পারে।।চোখের ভিতর জল চলে আসে।। 

চোখের পাতা প্রায় বন্ধ হয়ে আসে। । 

খাবার প্রতি পাখির আগ্রহ কমে যায়।। 


ঠান্ডা লাগার সঠিক চিকিৎসা কি??


যে পাখির ঠান্ডা লেগেছে তাকে বাল্বের আলো দিয়ে আলাদা করে রাখতে হবে।।

 জতক্ষন তার ঠান্দা লাগার উপসর্গগুলো দূর না হয় পাখিকে হাল্কা উষ্ণ গরম জলে মাল্টিভিটামিন এবং মধু দেয়া যেতে পারে।। 

কিছু এন্টিবায়টিক ঠান্ডার জন্য দেয়া যেতে পারে যেমন-  Amoxicline 250(mox 250) Enrofloxacin 10%(meriquine), Doxycycline 500(Doxyl 500), Ciprofloxacin 250(ciplox 250)এই এন্টিবায়টিক গুলোর যে কোন একটি অল্প পরিমাণ জলের সাথে (প্রতি 100 ml এ 4-5ml ) মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।


প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।। 



যদি আপনার কাজে লাগে তাহলে পোস্টটি শেয়ার করুন ।
ধন্যবাদ

চ্যানেলের নাম BARASAT BIRDS BREEDER

Youtube chenel LINK:-

https://m.youtube.com/channel/UCHROIvgQ8tMym_JPmKWZtbw

Facebook page link.

https://m.facebook.com/Raj.basak.1995/?ref=bookmarks

ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন. পোস্ট টি পড়ার জন্য অন্নেক ধন্যবাদ.

BARASAT BIRDS BREEDER


মন্তব্যসমূহ