নতুন পাখি পালকেরা প্রায়শই ভালভাবে পর্যবেক্ষণ না করে পাখি কেনার কারনে প্রতারণার স্বীকার হয়।।

 নতুন পাখি পালকেরা প্রায়শই ভালভাবে পর্যবেক্ষণ না করে পাখি কেনার কারনে প্রতারণার স্বীকার হয়।। 




কিন্তু একটু ভালভাবে খেয়াল করে নিলে প্রতারনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব ।।


একটি পাখির ব্যাহিক কিছু বৈশিষ্ট্য দেখলেই পাখিটি সুস্থ কিনা সেটি বুঝতে পারা যায়।।


আসুন জেনে নেই পাখি কেনার সময় যে যে বিষয়গুলো ভালভাবে লক্ষ্য করা উচিত।।



১/পাখির vent (পায়ুপথ) পরিস্কার আছে কিনা,পাখির ventএ পুপ্স লেগে থাকলে বুঝতে হবে পাখিটির পেটের অসুখ আছে।।

২/পাখিটি ঝিমাচ্ছে কিনা যদি পাখি এক পাশে চুপ করে বসে থাকে তাহলে বুঝতে হবে পাখিটি অসুস্থ।।

৩/পাখির পা সোজা আছে কিনা??

৪/ আঙ্গুলে নখ আছে কিনা??

৫/চোখের চারপাশের পালক আছে কিনা ??

৬/পাখির শরীরের পালক ঠিক মতো আছে কিনা?? 

৭/ এডালট ফিমেল পাখি কেনার সময় vent ভালভাবে পরিক্ষা করে নেবেন ফোলা বা মাংসল কিছু থাকলে পাখি কেনা থেকে বিরত থাকুন।

৮/পাখির নাক শুকনো আছে কিনা?

৯/পাখির শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক কিনা?? 

১০/পাখি যে খাঁচায় রাখা হয়েছে সেই ট্রেতে অস্বাভাবিক পুপ্স আছে কিনা?? 

১১/পাখির ব্লাডলাইন সম্পর্কে বিক্রেতার কাছে জানতে চাইবেন!!

১২/রানিং পেয়ার কেনার ক্ষেত্রে পাখি দুটি আসলেই পেয়ার কিনা জানতে চাইবেন ।আগে ব্রিডিং করেছে কিনা করে থাকলে সেটির ফলাফল কি ছিল এবং ব্রিডিং এর সময়কার কোন ফটো থাকলে সেটি দেখে নেবেন। 

১৩/ডিমসহ পাখি কেনা থেকে বিরত থাকুন কেননা অধিকাংশ ক্ষেত্রেই পাখি নতুন পরিবেশে এসে ডিমে আর তা দেয় না।।

১8/ নিঃশ্বাস নেবার সময় পাখির লেজ উঠানামা করছে কিনা দেখুন।।

১৫/পাখির চোখের চারপাশের পালক ভেজা আছে কিনা??

প্রাথমিকভাবে এইগুলো যাচাই করে আপনি পাখি কিনতে পারেন প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। । 

ভালো লাগলে শেয়ার করবেন


যদি আপনার কাজে লাগে তাহলে পোস্টটি শেয়ার করুন ।
ধন্যবাদ

চ্যানেলের নাম BARASAT BIRDS BREEDER

Youtube chenel LINK:-

https://m.youtube.com/channel/UCHROIvgQ8tMym_JPmKWZtbw

Facebook page link.

https://m.facebook.com/Raj.basak.1995/?ref=bookmarks

ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন. পোস্ট টি পড়ার জন্য অন্নেক ধন্যবাদ.

BARASAT BIRDS BREEDER



মন্তব্যসমূহ