পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং কিভাবে করাবেন??
হ্যান্ড ফিডিং মানে পাখির বাচ্চাকে নিজ হাতে খাইয়ে দেওয়া ।।
নানা কারনেই পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাতে হয় ।
বাচ্চাকে তার বাবা-মার না খাওয়ানো/কোন কারনে বাবা-মার মারা যাওয়া অথবা উড়ে যাওয়া অন্যতম কারণ।
এছাড়া আমাদের মাঝে অনেকেই টেমিং এর উদ্দেশেও পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করিয়ে থাকেন..।।
এক্ষেত্রে আপনার যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হল বাচ্চাটি পুরোপুরিভাবে খাবারের জন্য আপনার উপর নির্ভরশীল অর্থাৎ আপনিই তার বাবা আপনিই তার মা।
হ্যান্ড ফিডিং এ কি খেতে দেবেন ??
বাজারে পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর জন্য হ্যান্ড ফিডিং ফর্মুলা কিনতে পাওয়া যায়.।।।
এছাড়াও আপনি ইচ্ছা করলে নিজেই ঘরে বসে খাবার বানাতে পারেন(ডিমের কুসুম,বিস্কুটের গুঁড়া,ছোলা(খোসা ছাড়া)/বুটের ডাল যে কোন একটি পেস্ট করে সাথে হাল্কা জল মিক্স করে দিতে পারেন...।।
উপরের এগুলো না ব্যবস্থা করতে পারলে... আপনি আপনার পাখির বাচ্চাকে “corn flour” দিতে পারেন।।
খাবার খাওয়ানোর জন্য আপনার কি কি দরকার হবে??
এ জন্য বাজারে একটি বিশেষ ধরনের সিরিঞ্জ পাওয়া যায় সেটি কিনে নিতে পারেন।।
২০ মি.লি র যে সিরিঞ্জগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন এগুলো সাধারন ওষুধ এর দোকানেই কিনতে পাওয়া যায়।
হ্যান্ড ফিডিং কিভাবে করাবেন??
১/খাবার খুব ভাল ভাবে মিক্স করে দেয়া যেন কোন শক্ত অংশ না থাকে...কেননা শক্ত থাকলে তা পাখির গলায় আটকে যেতে পারে।
২/খাবারের সাথে জল মিক্স করবার পূর্বে তা হাল্কা কুসুম গরম করে নেবেন।।
৩/খাবার একবারে বেশি করে না বানিয়ে প্রতিবার খাওয়ানোর পূর্বে পরিমান মত করে বানিয়ে খাওয়াবেন।।
৪/বাচ্চাকে যদি বাবা-মা’র সাথে রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে-
*পাখির বাচ্চার জন্য এমন একটি থাকার জায়গার ব্যবস্থা করতে হবে যেটি বিড়াল/ইঁদুর/ টিকটিকি/তেলাপোকার উপদ্রব থেকে সম্পূর্ণরুপে মুক্ত থাকে।।
৫/পাখির বাচ্চা যেন সঠিক তাপমাত্রা পায় সেজন্য লাইটের ব্যবস্থা করা...শীতকাল/বৃষ্টির দিনে এটির আবশ্যকতা জরুরী।কেননা বাচ্চা যখন তার বাবা-মা’র সাথে থাকে তখন তারা সঠিক তাপমাত্রা পেয়ে থাকে...কিন্তু বাইরে থাকলে এটা সম্ভব হয় না...তাই আমাদের এটার দিকে খেয়াল থাকতে হবে।
৬/বাচ্চা রাখার জন্য এমন পাত্রের ব্যবস্থা করতে হবে যেখান থেকে যেন বের হয়ে অন্যত্র যেতে না পারে এবং নিচে নরম কাপড়ের ব্যবস্থা করতে হবে।
৭/পাখির বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানোর সময় খাবার থলির দিকে লক্ষ রাখতে হবে যেন বেশি পূর্ণ না হয়ে যায়...প্রতি ২-৩ ঘণ্টা পর পর পাখির বাচ্চার খাওয়ানোর বিষয়টি মনে রাখতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ পূর্ব অভিজ্ঞতা না থাকলে/ confidence এর অভাব থাকলে এটিতে না যাওয়াই ভাল... সেক্ষেত্রে আপনি অভিজ্ঞ কারও হেল্প নিতে পারেন..।।।
.যারা শুধুমাত্র টেম করবার জন্য পাখিকে হ্যান্ড ফিডিং করাবেন বলে ভাবছেন তারা এমন বাচ্চা সংগ্রহ করুন যেগুলো নিজ থেকে খাবার খেতে শিখেছে...মনে রাখবেন পর্যাপ্ত সময় ও যত্ন নিলে যে কোন বয়সের পাখিই টেম করা সম্ভব। ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন