পাখির ডিমের উর্বরতা পরীক্ষা।।ডিম কিভাবে চেক করবেন ভালো আছে কি??
আপনার পাখির ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা সেটা আপনি আগেই পরীক্ষা করে দেখতে পারেন।
এই পরীক্ষাটি মূলত ৫-৭ দিন বয়সী ডিমে করা হয়।
বিঃদ্রঃ যথেষ্ট কনফিডেন্স না থাকলে এই পরীক্ষা না করাই ভালো
হাত থেকে পড়ে গিয়ে ডিম ভেঙ্গে যেতে পারে।
চাপ লেগে ডিম ফেটে যেতে পারে।
ডিম পরীক্ষা করতে কি কি প্রয়োজন??
১/টর্চ লাইট বা মোবাইলে ফ্ল্যাশ লাইট।।
২/পরিষ্কার শুকনো বাটি ডিম রাখার জন্য। ।
৩/নরম সুতির কাপড় ।।
কিভাবে ডিম পরীক্ষা করবেন? ?
১/ প্রথমে বাটিতে কাপড় বিছিয়ে নিন।
২/ খুব সাবধানে খাঁচা থেকে হাড়ি বের করে আনুন।
৩/একটি একটি করে ডিম হাড়ি থেকে বের করে বাটিতে রাখুন।
৪/ টর্চ লাইট বা মোবাইলে ফ্ল্যাশ লাইট জালুন এবং ঘরের লাইট অফ করে দিন।
৫/খুব সাবধানে একটি ডিম হাতে নিন এবং তার উপর টর্চের বা মোবাইলে ফ্ল্যাশ লাইট এর আলো ফেলুন।
ডিম উর্বর হলে তার ভিতর ব্লাড লাইন দেখা যাবে।
এমন কি আপনি বাচ্চার হৃদ স্পন্দন দেখতে পাবেন।
যদি ৭ দিন পরেও কোন ব্লাড লাইন দেখা না যায় তাহলে সেই ডিমে বাচ্চা হবেনা। সেটা ফেলে দিতে পারেন।
এভাবে সব গুলো ডিম পরীক্ষা করুন ঘরের লাইট জ্বেলে দিন খারাপ ডিম ফেলে দিন। ভালো ডিম গুলো ধীরে ধীরে হাড়িতে রেখে হাড়িটিকে আবার খাঁচায় আগের মত সেট করে দিন।
ডিম পরীক্ষা করার ফলে পাখির ডিমে তা দেওয়ার কোন সমস্যা হয়না ।।
ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন আপনার কোন সমস্যা থাকলে কমেন্ট করে বলতে পারেন অথবা ইউটিউবে যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ .
চ্যানেলের নাম BARASAT BIRDS BREEDER
Youtube chenel LINK:-
https://m.youtube.com/channel/UCHROIvgQ8tMym_JPmKWZtbw
Facebook page link.
https://m.facebook.com/Raj.basak.1995/?ref=bookmarks
ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন. পোস্ট টি পড়ার জন্য অন্নেক ধন্যবাদ.
BARASAT BIRDS BREEDER
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন