লকডাউন পরিস্থিতিতে পাখির খাদ্য তালিকা.দানা বাঁচাতে পাখিকে কি খাবার দেবেন??
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের পাখিরা সব খুব ভালো আছে আমি রাজ আপনারা পড়ছেন আমার ব্লগ পেজ বারাসাত বার্ড ব্রিডার।।
আমি নিজে একজন ব্রিডার হয়ে হাড়ে হাড়ে বুঝতে পারছি পাখি পালকেরা কি সমস্যার মধ্যে দিয়ে চলছে।।
BARASAT BIRDS BREEDER
আমাদের কাছে আমাদের শখের পাখি আমাদের থেকেও মূল্যবান আমরা না খেয়ে থাকলেও তাদের না খাইয়ে রাখতে পারব না কিন্তু কি করবো দানা যে পাওয়া যাচ্ছে না যেখানে পাওয়া যাচ্ছে সেখানে চলছে কালোবাজারি মিলছে সর্বোচ্চ 5 কেজি দানা।। দানার দাম আকাশছোঁয়া কোথাও মিলছে 80 টাকা কেজি কোথাও মিলছে 100 টাকা কেজি কিন্তু কি করব পাখিকে তো খাওয়াতেই হবে তাই আমরা কিছু বিকল্প খাবার ব্যবহার করছি যাতে বহুকষ্টে পাওয়া দানা দশ দিনের পরিবর্তে কুড়ি দিন চালাতে পারি।।BARASAT BIRDS BREEDER
কি খাবার দেব ??কিভাবে দেব??কতটা পরিমাণে দেব??
প্রথমত বলি ফিঞ্চ পাখির ব্যাপারে ফিঞ্চ পাখির বিকল্প খাবার খাওয়ানো অনেক কষ্টসাধ্য ব্যাপার আপনাকে সময় মেপে খাবার দিতে হবে রাতে জল ও দানার পাত্র বার করে নিন।।
সকাল ছটায় চিড়া ভিজিয়ে দিন পাখিকে খেতে সাথে জল দিয়ে দেবেন সকালের চিরে দেওয়ার ফলে কোনো ঝুড়িতে বাচ্চা থাকলে তাদের খাওয়ার চাহিদা সকালে খুব বেশি থাকে যেটা মিটে যাবে ও অন্যান্য প্রাপ্তবয়স্ক পাখিরাও হালকা করে খেয়ে নেবে।।
সকাল ন'টায় ভাত দিন ও সিডমিক্স এর পাত্র খাঁচার মধ্যে দিয়ে দিন গরম ভাত ভালো করে জলে ধুয়ে ঠান্ডা করে দেবেন, জলে ধোয়ার ফলে ভাত যে আঠালো ভাব থাকে সেটা কেটে যাবে পাখিদের খেতে সুবিধা হবে।।।
ভাত দেওয়ার ফলে পাখিরা সারাদিন ধরে অল্প অল্প করে ভাত খেতে থাকবে সকালে চির ও ভাত দেওয়ার ফলে দেওয়ার ফলে পাখির সিডমিক্স অনেকটাই কম খাবে এছাড়া সিডমিক্স এই কদিনের জন্য একটু পরিবর্তন করতে পারেন
1 কেজি ছোট দানার সাথে 200 গ্রাম ধান 100 গ্রাম ক্যানারি সিড( ক্যানারি সিড কেনার প্রয়োজন নেই বাড়িতে থাকলে ব্যবহার করুন)সিডমিক্স করে পাখিকে খাওয়াতে পারেন।
দুপুর তিনটের পর পাখিরা রাত কাটানোর জন্য যে খাবার প্রয়োজন হয় সেটা খাওয়ার জন্য নিচে আসে তখন আপনি যে কোন শাক পাতা ও সবজি খুব হালকাভাবে কুচিয়ে খেতে দিতে পারেন ,আমি নিজে কলমি শাক ও গাজর ব্যবহার করি।।
BARASAT BIRDS BREEDER
এরপর আসবো বদ্রি পাখির উপর ফিঞ পাখির মতোই বদ্রি পাখির পাখির সকাল ছয়টায় ভেজানো ছোলা খেতে দিন সাথে চিড়ে ও ভাত দিতে পারেন তারপর সকাল নটায় দুদিন ধরে ভেজান গম ও ভুট্টা খেতে দিন সাথে সিডমিক্স দিয়ে দিন,। সকালে চিরে ছোলা ভাত দেওয়ার ফলে ঘরে যে বাচ্চা থাকবে তাদের প্রাথমিকভাবে খাইয়ে দেবে সারারাতের যে খাওয়ার চাহিদা থাকে সেটা পূরণ হয়ে যাবে ও নিজেরাও হালকা পরিমাণে খেয়ে নেবে।।
সকাল ন'টায় গম ভুট্টা দেওয়ার দেওয়ার সারাদিন ধরে বাচ্চাদের ফিট করাতে সুবিধা হবে নিজেরা কমবেশি খেতে পারবে সাথে সিডমিক্স থাকায় প্রয়োজনমতো দানা ও খেতে পারবে।।
এই পরিস্থিতিতে সিডমিক্স এৎব্যতিক্রম ঘটাতে পারেন 1 কেজি ছোট দানার সাথে 300 গ্রাম ধান একশ থেকে দেড়শ গ্রাম সূর্যমুখী দানা ব্যবহার করতে পারেন।।
একইভাবে দুপুর তিনটে র পর পাখির যে খাবার চাহিদা থাকে তার জন্য শাকসবজি ব্যবহার করতে পারেন যেমন কলমি শাক গাজর বাঁধাকপি ছোলা ও দিতে পারেন ভালো করে ভিজিয়ে জলে ধুয়ে খেতে দিন ।এইসব খাওয়ার ফলে আপনার পাখি অনেকটাই কম দানা খাবে।
BARASAT BIRDS BREEDER
এরপর বলি ককটেল ও লাভ বার্ড এর কি খাওয়াবেন সকাল ছটায় কাঁচা ছোলা জলে ভিজিয়ে বেশি পরিমাণে খেতে দিন বাচ্চাদের খাওয়ানোর জন্য।।ছোলা দেওয়ার ফলে সারাদিন পাখির এনার্জি একই রকম থাকবে।সকাল ন'টায় সিদ্ধ গম ও ভুট্টা (হালকা করে সিদ্ধ করা) দিন সাথে সিড মিক্স এখানেও আপনি সিডমিক্স এর পরিবর্তন করতে পারেন সহজলভ্য ধান ব্যবহার করতে পারেন সাথে সূর্যমুখী ও কুসুম দানা বেশি পরিমাণে তুলনায় ফিঞ্চ ও বদ্রি অনুরূপ ঠিক দুপুর তিনটে শাকসবজি ভেজানো ছোলা ব্যবহার করুন বেশি পরিমাণে ।।
BARASAT BIRDS BREEDER
অত্যাবশ্যক করণীয়:
বেশি পরিমাণে অন্যান্য খাবার খাওয়ানোর ফলে পাখির পাতলা পায়খানা ও হজমের সমস্যা হতে পারে আপনার দৃঢ় নজর রাখতে হবে পাখির উপর অন্যান্য খাবার দেওয়া চলাকালীন । আমি নিজে রোজ জলের সাথে দিনে দুবার হজমের ঔষধ ব্যবহার করছি আমি এখনো কোন কঠিন সমস্যার সম্মুখীন হয়নি আপনারা প্রয়োজনে প্রথম থেকে ব্যবহার করতে পারেন কারমোজাইম( carmozime) সিরাপ 100ml জলে 5ml দিতে হবে ।
চেষ্টা করবেন দানা কিছুটা কিনে রাখার আপনার পার্শ্ববর্তী এলাকায় পাওয়া গেলে । বেশি দিন অন্যান্য খাবার খাওয়ানো ঠিক নয় ।পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ
ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আরো পোস্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেল বারাসাত বাস বিডার বিডার সাবস্ক্রাইব করতে পারেন সেখানে প্রতিনিয়ত ভিডিও পাবেন সমস্যার ওপরে নতুন নতুন ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেল লিংক নিচে দেওয়া হল
BARASAT BIRDS BREEDER
ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন আপনার কোন সমস্যা থাকলে কমেন্ট করে বলতে পারেন অথবা ইউটিউবে যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ .
চ্যানেলের নাম BARASAT BIRDS BREEDER
Youtube chenel LINK:-
Facebook page link.
ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন. পোস্ট টি পড়ার জন্য অন্নেক ধন্যবাদ.
BARASAT BIRDS BREEDER
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন