পাখির জন্য প্রাকৃতিক ওষুধ।।
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের পাখিরা সব খুব ভালো আছে আমি রাজ আপনারা পড়ছেন আমার ব্লগ পেজ বারাসাত বার্ড ব্রিডার।।
আমাদের চারপাশের প্রকৃতি এমন কিছু গাছ গাছালি লতাগুল্ম আছে যেগুলো আমাদের পশু পাখির জন্য বিশেষভাবে উপকারী।।
নিচে সেইরকম কিছু গাছ ও তার উপকারিতা বিবরণে আলোচনা করা হলো।।
নিচে সেইরকম কিছু গাছ ও তার উপকারিতা বিবরণে আলোচনা করা হলো।।
BARASAT BIRDS BREEDER
১/-নিমপাতা:
এটি কৃমিনাশক ,শক্তিশালী জীবানুনাশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পরিবেশের বাতাস বিশুদ্ধ করে, ।।
কৃমি হলে নিমের দ্রবন প্রতিমাসে টানা 3 দিন খেতদিন ( রাতে জল বার করে সকালে দিতে হবে তিন ঘন্টার জন্য তারপর সাদা জল) ২০ থেকে ২৫ টি নিম পাতা ভালো করে ধুয়ে ৫00 গ্রাম ফুটন্ত জলের ছেড়ে দিন তারপর ১0 থেকে ১৫ মিনিট জলটাকে হালকা আঁচে ফুটতে দিন জলের রং গাঢ় বাদামী হলে পাখিকে খেতে দিন ঠান্ডা করে ।।BARASAT BIRDS BREEDER
২/-পেয়ারা ও পেয়ারা পাতা :
অ্যান্টিঅক্সিডেন্ট ,পালক গজায় প্রচুর ভিটামিন সি উৎস ,
পেয়ারা ও পেয়ারা পাতার রস ৫ থেকে ১0 এম এল এক লিটার জলে মিশিয়ে মাসে দুবার বা ১৫ দিনে একবার ব্যবহার করুন ।।
পেয়ারা ও পেয়ারা পাতার রস ৫ থেকে ১0 এম এল এক লিটার জলে মিশিয়ে মাসে দুবার বা ১৫ দিনে একবার ব্যবহার করুন ।।
৩/-তুলসীপাতার:
ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট ফুসফুসের সমস্যা দূর করে, ভিটামিন k এর উৎস,
পাখিকে সপ্তাহে দুদিন দিতে পারেন ১ লিটার জলে ৫ থেকে ১০ এম এল তুলসীপাতার রস মিশিয়ে।।এমনি দিতে পারে যদি খায় ।।
পাখিকে সপ্তাহে দুদিন দিতে পারেন ১ লিটার জলে ৫ থেকে ১০ এম এল তুলসীপাতার রস মিশিয়ে।।এমনি দিতে পারে যদি খায় ।।
BARASAT BIRDS BREEDE
৪/-অ্যালোভেরা:
গরমে দুর্বলতা কমায়, কিডনি ও ফুসফুস ভালো রাখে, পেটের সমস্যা দূর করে ,পালক গজায়, বাচ্চার শরির থেকে পালক ছেড়া থেকে উপশম পাওয়া যায়, কাটা ছেঁড়া পোড়া ক্ষত দ্রুত ভালো হয় যায়, ত্বকের জন্য বিশেষ উপকারী ।
নিয়মিত ব্যবহার করতে পারেন প্রতি সপ্তাহে একদিন ১ লিটার জলের সাথে ১০ থেকে ১৫ এম এল ।।
নিয়মিত ব্যবহার করতে পারেন প্রতি সপ্তাহে একদিন ১ লিটার জলের সাথে ১০ থেকে ১৫ এম এল ।।
৫/-থানকুনি পাতা :
আমাশয় দূর করে, পাখির পাতলা পায়খানা থেকে উপশম পাওয়া যায়, কাটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে,
প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন সারা বছর , ১০থেকে ১৫ এম এল পাতার রস জলে মিশিয়ে খেতে দিতে পারেন ।।
প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন সারা বছর , ১০থেকে ১৫ এম এল পাতার রস জলে মিশিয়ে খেতে দিতে পারেন ।।
BARASAT BIRDS BREEDER
৬/-পুদিনা পাতা :
পাখির খাবারে রুচি বাড়ায়, ঠান্ডা ভাব দূর করে, পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেটের সমস্যার জন্য ব্যবহার করা যায়,।।
পুদিনাপাতা জলে ভালো করে ধুয়ে দিতে পারেন খেতে অথবা ৫ থেকে ১০ এমএল পাতার রস ১ লিটার জলে মিশিয়ে মাসে দুদিন ব্যবহার করতে পারেন ।।
পুদিনাপাতা জলে ভালো করে ধুয়ে দিতে পারেন খেতে অথবা ৫ থেকে ১০ এমএল পাতার রস ১ লিটার জলে মিশিয়ে মাসে দুদিন ব্যবহার করতে পারেন ।।
৭/-আদা:
সর্দি, কফ পরিষ্কার করে ,হজমে সহায়তা করে, বমি ভাব দূর করে, দীর্ঘমেয়াদী ব্যথা দূর করে,
১ লিটার জলে ১ থেকে ২ চামচ আদা বাটা মিশিয়ে ভালো করে ছেঁকে পাখিকে খেতে দিন সপ্তাহে একবার।
BARASAT BIRDS BREEDER
৮/-হলুদ:
ব্যথানাশক, রক্তপড়া বন্ধ করে ,ক্ষত নাশক , ভাঙ্গা অঙ্গ জোড়া দিতে বিশেষভাবে কার্যকর ,।
১লিটার জলে ২ থেকে ৩ চামচ কাঁচা হলুদ বেটে একটা জলে মিশিয়ে ভালো করে ছেঁকে পাখিকে খাওয়াতে পারেন মাসে একবার।।
১লিটার জলে ২ থেকে ৩ চামচ কাঁচা হলুদ বেটে একটা জলে মিশিয়ে ভালো করে ছেঁকে পাখিকে খাওয়াতে পারেন মাসে একবার।।
৯/-রসুন :
জ্বর নাশক ,ঠান্ডা লাগা দূর করে, এগ বাইন্ডিং প্রতিরোধ করে ,আস্ত রসুন পাখির ঘরে রেখে দিন পোকামাকড় কম আসবে, কিন্তু বেশি পরিমাণে খাবেন না, ১ চামচ রসুন বাটা এক লিটার জলে মিশিয়ে ভালো করে ছেকে পাখিকে খাওয়াতে পারেন মাসে একবার। ।
BARASAT BIRDS BREEDER
১০/-তরমুজ:
অ্যান্টিঅক্সিডেন্ট উৎস, গরমে দুর্বলতা কমায়, হজমে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ।।
১০ থেকে ১৫ এম এল তরমুজের রস ১লিটার জলে মিশিয়ে মাসে ১ থেকে ২ বার, প্রচন্ড গরমে সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন অথবা ছোট ছোট করে কেটে খাওয়াতে পারেন।।
১০ থেকে ১৫ এম এল তরমুজের রস ১লিটার জলে মিশিয়ে মাসে ১ থেকে ২ বার, প্রচন্ড গরমে সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন অথবা ছোট ছোট করে কেটে খাওয়াতে পারেন।।
১১/-সজনে পাতা:
বহু রোগের ওষুধ, ক্যালসিয়ামের প্রকৃত উৎস ,পেটে গ্যাস ,বদহজম ও পেটের ব্যথা থেকে উপশম দেয়, টিউমারজনিত ফোলা জায়গায় বেটে প্রলেপ এর মত ব্যবহার করতে পারেন।।
১ লিটার জলে ১০ থেকে ১৫ এমএল সজনে পাতার রস মিশিয়ে পাখিকে মাসে একবার দিতে পারেন পাতাও দিতে পারেন যদি আপনার পাখি খায়..।।
১ লিটার জলে ১০ থেকে ১৫ এমএল সজনে পাতার রস মিশিয়ে পাখিকে মাসে একবার দিতে পারেন পাতাও দিতে পারেন যদি আপনার পাখি খায়..।।
BARASAT BIRDS BREEDER
১২/-লেবুর রস :
চর্বি কমায় ,অ্যান্টিঅক্সিডেন্ট এর উৎস, গরমে দুর্বলতা কমায় ,ভিটামিন সি এর উৎস, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ,যে কোন ক্ষত দ্রুত শুকায়, রুচিবর্ধক, হজমকারক ,
১ লিটার জলের সাথে ৩০এম এল লেবুর রস প্রতি সপ্তাহে দুদিন দিতে পারেন ।।
১ লিটার জলের সাথে ৩০এম এল লেবুর রস প্রতি সপ্তাহে দুদিন দিতে পারেন ।।
এই খাবারগুলি নিয়মিত ব্যবহার করলে পাখিকে অনেক রোগ থেকে মুক্ত রাখা যায় ।।
ভিটামিন ও ক্যালসিয়াম ওষুধ খুব বেশি প্রয়োজন হয়না।।
পাখির জলের পাত্রে ফলের ও পাতার রস দেওয়া যেতে পারে কিন্তু কিছু পাখি নিজেরাই এগুলো খেতে পছন্দ করে তাদেরকে পাতার রস করে জল মেশানো দরকার নেই ।।
পোস্টটি ভাল লাগলে লাইক করবেন শেয়ার করবেন।।
ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আরো পোস্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেল বারাসাত বাস বিডার বিডার সাবস্ক্রাইব করতে পারেন সেখানে প্রতিনিয়ত ভিডিও পাবেন সমস্যার ওপরে নতুন নতুন ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেল লিংক নিচে দেওয়া হল
BARASAT BIRDS BREEDER
ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন আপনার কোন সমস্যা থাকলে কমেন্ট করে বলতে পারেন অথবা ইউটিউবে যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ .
চ্যানেলের নাম BARASAT BIRDS BREEDER
Youtube chenel LINK:-
Facebook page link.
ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন. পোস্ট টি পড়ার জন্য অন্নেক ধন্যবাদ.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন