ক্যাটল ফিস বোন বা সামুদ্রিক ফেনার উপকারিতা | cuttlefish bone uses


ক্যাটল ফিস বোন বা সামুদ্রিক ফেনার উপকারিতা

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন  আপনাদের পাখিরা সব খুব ভালো আছে আমি রাজ আপনারা পড়ছেন আমার ব্লগ পেজ বারাসাত বার্ড ব্রিডার।। BARASAT BIRDS BREEDERS আজ আমরা আলোচনা করব ক্যাটলফিশ বোন নিয়ে ।। 


কেটেল ফিস বোন পাখির শরীরের  এবং ব্রিডিংয়ের জন্য খুবই উপকারী জিনিস।।

ক্যাটল ফিস বোন শরীরে ক্যালসিয়াম ও মিনারেলস এর অভাব পূরণ করতে সাহায্য করে ,এটা মূলত সামুদ্রিক মাছের  হাড় বা জীবাশ্ম ।।
ক্যালসিয়ামের অভাবে অনেক সময় পাখি তার নিজের ডিম খেয়ে নেয় বা বাচ্চাদের পালক খেতে শুরু করে অনেক সময় দেখা যায় পাখির পালক মোল্ডিং এর সময় পাখির শরীর থেকে যে পরিমাণে পালক উঠে যায় তার সবটাই নতুন করে গজায় না তাই সব সময়  ক্যাটল ফিস বোন বা সামুদ্রিক ফেনা পাখির খাঁচা দিয়ে রাখতে হবে ।।
সমুদ্রের ফেনা আপনার পাখির জন্য একটি সুষম অত্যাবশ্যকীয় খাদ্য। ।

BARASAT BIRDS BREEDER


উপকারিতা: আপনার পাখি আপনার দেওয়া পুষ্টিকর সিডমিক্স শাকসবজি থেকে তার প্রয়োজনীয় পুষ্টির অধিকাংশই পেয়ে থাকে কিন্তু তারপরও  শরীরের নির্দিষ্ট ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে।।
তারা যখন প্রকৃতিতে থাকে তখন তাদের প্রয়োজনমতো পুষ্টিকর খাবার জোগাড় করে নেয় আর খাঁচায় বন্দি পাখির জন্য তাদের সুষম ও পুষ্টিকর খাবার নির্ভর করে মালিকের সরবরাহকৃত খাবারের ওপর ।।
উচ্চ মানের আদর্শ খাবারের সাথে সাথে ক্যাটল ফিস বোন হতে পারে আপনার পোষা পাখি ক্যালসিয়াম ও মিনারেলস এর গুরুত্বপূর্ণ উৎস যা আপনার পাখির শারীরিক গঠনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।

BARASAT BIRDS BREEDER



পাখির হার্ড ও পালকের গঠণ শক্তিশালী করতে সামুদ্রিক ফেনার গুরুত্ব অপরিসীম।।
ক্যালসিয়াম শক্তিশালী হাড় গঠন করে এটা অনেকেই জানা আছে একথা পাখি  ক্ষেত্রেও সমপরিমাণ প্রযোজ্য।।
ক্যাটল ফিস বোন পাখির জন্য একটি গুরুত্বপূর্ণ সুষম খাদ্য একটি প্রয়োজনীয় খনিজ ক্যালসিয়ামের উৎস যা পাখির হার্ড গঠন এবং রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে।।

BARASAT BIRDS BREEDER


ক্যাটল ফিস বোন ক্যালসিয়াম কার্বনেট এবং খনিজ পদার্থের একটি সস্তা উৎস এটি এমন একটি বস্তু যার মধ্যে বিষক্রিয়া মতো বা দূষণকারী কোন উপাদান থাকে না ।।
ক্যাটল ফিস বোন প্রাপ্ত অদ্রবণীয় এসিড পাখির শরীরে লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে।।
পটাশিয়াম হার্ট স্বাভাবিক রাখতে এবং পেশী সক্রিয় রাখতে সাহায্য করে ইমিউনিটি সিস্টেম সচল রাখতে সাহায্য করে।।
তাই পাখির সুস্থ রাখতে অত্যাবশ্যকীয় খাবার হিসাবে এক টুকরো ক্যাটলফিশ বোন রেখে  দেবেন পাখির খাঁচায়।।

BARASAT BIRDS BREEDER


কিভাবে ব্যবহার করবেন ::

খাচায় ক্লিপ দিয়ে বেঁধে রাখুন পাখির প্রয়োজন মত খেয়ে নেবে, খাঁচায় যেখানে ঝুলিয়ে রাখবেন তার নিচে একটি বাটি দিয়ে দিয়ে রাখুন যাতে ফেলে দেওয়া গুড়ো গুলো বাটিতে জমা হয় যেগুলো ক্যালসিয়াম ব্লক বানানোর সময় ব্যবহার করতে পারবেন প্রয়োজনে আপনি গুড়ো গুলো পাখির  খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন ।।
বি: দ্র : খাঁচায় দেওয়ার পূর্বে দোকান থেকে কিনে এনে হালকা লবণযুক্ত গরম জলে 10 মিনিট ফুটিয়ে নিন তারপর ভালো করে রোদ্দুরে শুকিয়ে পাখিকে খেতে দিন ।। দোকান থেকে আনার পর অনেক ধরনের জীবাণু বা ভাইরাস থেকে থাকে যার ফলে আপনার পাখির শারীরিক ক্ষতি হতে পারে তাই সর্তকতা অবলম্বন করুন পাখিকে সুস্থ রাখুন।।
ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আরো পোস্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেল বারাসাত বাস বিডার বিডার সাবস্ক্রাইব করতে পারেন সেখানে প্রতিনিয়ত  ভিডিও পাবেন সমস্যার ওপরে নতুন নতুন ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেল লিংক নিচে দেওয়া হল


‌BARASAT BIRDS BREEDER


‌ ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন আপনার কোন সমস্যা থাকলে কমেন্ট করে বলতে পারেন অথবা ইউটিউবে যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ .
চ্যানেলের নাম BARASAT BIRDS BREEDER
Youtube chenel LINK:-
Facebook page link.
ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন. পোস্ট টি পড়ার জন্য অন্নেক ধন্যবাদ.
BARASAT BIRDS BREEDER

মন্তব্যসমূহ