শখ করে যারা কিছু পাখি কিনেন তাদের অনেকেই এক সময় পাখির উপর বিরক্ত হয়ে যায়।








শখ করে যারা কিছু পাখি কিনেন তাদের অনেকেই এক সময় পাখির উপর বিরক্ত হয়ে যায়। 

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন  আপনাদের পাখিরা সব খুব ভালো আছে আমি রাজ আপনারা পড়ছেন আমার ব্লগ পেজ বারাসাত বার্ড ব্রিডার।। BARASAT BIRDS BREEDERS

শখ করে যারা কিছু পাখি কিনেন তাদের অনেকেই এক সময় পাখির উপর বিরক্ত হয়ে যায়।
এমন ঘটনা পাখি পালন করেন এমন সবার ই কমবেশি জানেন।

শুধুমাত্র একটি কারণে জন্য এটা হতে পারে
তার পাখি গুলি ঠিকমতো ব্রিড বা প্রজনন না করা।।

যারা নতুন পাখি পালন শুরু করেছেন এবং পাখিদের ব্রিড করাতে চান তাদের  বলে রাখি।

যে পাখিদের প্রজনন করাতে চাচ্ছেন তাদের প্রজনন সম্ভাবনা কতটুকু,?? BARASAT BIRDS BREEDERS

পাখি প্রজননের প্রস্তুত আছে কি না। ??

আপনি তাদের প্রজননের জন্য কতটা প্রস্তুত করে তুলেছেন। ??

সে সব বিষয়ে আপনাকে আগে ভালো করে জানতে হবে।

বয়স না বূঝে কম বয়সী পাখিদের বিভিন্ন প্রকার ঔষধ খাইয়ে ডিমপাড়ানোর চেষ্টা করা আর পাখিদের মৃত্যুর কাছা কাছি নিয়ে যাওয়ার এক ই।

তাই আন্দাজে যে কোনো ঔষধ ব্যবহার করা থেকে দূরে থাকুন।

BARASAT BIRDS BREEDERS

যে কোনো পাখির সঠিক ব্রিডিং করানোর পূর্বে নিচের বিষয় গুলোসম্পর্কে ধারণা থাকা উচিত।।

১/পুরুষ ও মহিলা
২/সঠিক মাপের খাঁচা
৩/খাঁচার ভিতরে বা বাইরে পাখির  বক্স বা হাঁড়ি
৪/  হাঁড়ির মাপ কি হওয়া উচিত
৫/ সমুদ্রের ফেনা এবং ক্যালসিয়াম ব্লক এর ব্যবহার
৬/দিনের আলো (দিন রাত বোঝায় জন্য)
৭/ গ্রীস্মকালে জল স্প্রে করুন
৮/শীতকালে পাখিদের ঠাণ্ডা ও বাতাস থেকে দূরে রাখার ব্যবস্থা করা
৯/ পাশাপাশি পাখির ঘর বা খাঁচা একে অপরকে প্রজননে উত্সাহিত করতে পাড়ে
১০/ প্রতি সপ্তাহে ফল ও শাকসব্জী ব্যবহার
১১/পাখির সম্পর্কিত কিছু জানার থাকলে গ্রুপ এর সাহায্য নিন
১২/ঔষধ ব্যবহার করার আগে অভিজ্ঞদের সাথে কথা বলুন
১৩/পাখিদের প্রয়োজনমতো সঠিক পরিবেশ প্রদান করুন
১৪/আপনার পাখি প্রাপ্ত বয়স্ক হতে হবে। ১৫/ নিয়মিত এগফুট দিতে হবে
১৬/ নিয়মিত ভিটামিন ক্যালসিয়াম ব্যবহার করা
১৭/পাখি যদি কলোনিতে থাকে তবে তাদের জোরা নিশ্চিত হলে আলাদা খাঁচায়রাখতে হবে।
১৮/এরপর পাখিদের চালচলন লক্ষ্য রাখুন
১৯/পুরুষ পাখি মেয়ে পাখিটির ডানার উপর পা উঠাতে চেষ্টা করা
২০/মেয়ে ও পুরুষ পাখির ব্রিডিং মুড লক্ষ্য করা।

২১/পাখির লক্ষণ দেখা গেলে পাখির খাঁচারভিতর হাঁড়ি  বা বক্স দেওয়া।
২২/ পাখিকে কি খাবার দিচ্ছেন সেটার উপর নজর রাখা।।

BARASAT BIRDS BREEDERS

আপনি হয়তো পাখির খাঁচায় বক্স বা হাঁড়ি লাগিয়ে দিয়েছেন। যদি তা করে থাকেন তবে এখনই আপনর পাখির খাঁচার থেকে  বক্স বা হাঁড়ি খুলে  দিন। পাখি বসার জন্য , অন্য কিছুর পরিবর্তে গাছের ডাল ব্যবহার করুন।

ব্রিডিং এরৎসময় পাখির প্রচুর শক্তি প্রয়োজন হয় । পাখিদের অতিরিক্ত খাবার,মিনারেল ব্লক এবং ক্যালসিয়াম ব্লক দিন।
পাখির ব্রিডিং মুড লক্ষ্য করার পর বক্স বা হাঁড়ির লাগিয়ে দেবেন ভিতর কিছু খড়কুটো দিয়ে দেবেন মেয়ে পাখিটি এই খড়কুটো গুলো ফেলে দেওয়া শুরু করলে আপনি বুঝতে পারবেন আপনার পাখি ডিম পাড়ার জন্য প্রস্তুত হচ্ছে ।
এইপদ্ধতি আপনাকে পাখির ডিম পাড়ার আগাম বার্তা দেবে।
এই পদ্ধতি আপনারা ব্যবহার না করলেও কোন সমস্যা নেই।

BARASAT BIRDS BREEDERS

পাখিরা মেটিং করার্ পর প্রথম ডিমটি পারতে সাধারণত ১০দিন সময় লাগতে পারে এবং পরের ডিম গুলো প্রথম ডিম দেয়ার পর পর দিন করে পাড়তে শুরু করে।
মাঝে মাঝে পাখিরা একদিন মিস্‌ দিয়ে ও ডিম পাড়তে পারে।
প্রথম ডিম পাড়ার ১৮-২৩দিনের মধ্যে  প্রথম বাচ্চা ফুঁটায়।
এটি নির্ভর করে পাখির ডিমে তা দেয়ার উপর। অনেক সময় অনেক পাখি  ৩ টি ডিম পাড়ার আগে ডিমে তা দিতে বসে না।
যদি মাদী পাখিটি কোন কারন ছাড়াই ডিম ফোটানোর আগেই ডিম এ তাপ দেয়া থেকে উঠে যায়্ তাহলে ধারণা করা যায় যে এই মাদী পাখিটি ভাল মা না ও হতে পারে।
সতর্কতাঃ
১/পাখির খাঁচার সামনে দিয়ে ঘন ঘন যাওয়া-আসা না করায় ভালো।
২/খাঁচার সামনে খেলাধুলা  বা উচ্চ শব্দে চেঁচামেচি  করা যাবেনা
BARASAT BIRDS BREEDER
৩/পাখিদের ডিম তা দেয়া অবস্থায় ঘন ঘন ডিম দেখতে না যাওয়া।
৪/পাখিদের সঠিক পরিবেশ না দিলে পাখি ডিমে তা দেয়া থেকে উঠে যেতে পারে।
৫/ এই অবস্থায় ব্রিডিং কন্ডিশন থেকে বের হয়ে গেলে অনেক সময় মাদী পাখিটি হিংস্র হয়ে যেতে পারে।
৬/এই অবস্থায় মাদীপাখিটি বাচ্চা পাখির পালক ছেঁড়া,বাচ্চা মেরে ফেলা এমনকি পরুষ পাখিটির সাথে ঝগড়া করে পুরুষটিকে ও মেরে ফেলতে পারে।
আপনি উপরের ধাপগুলো আনুসরণ করে ধৈর্য্যসহ পাখি পালন করলে এক সময় আপনি পাখির ব্রিডিং এ সফলতা পাবেন।।

BIRDS BREEDER BARASAT
ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন আপনার কোন সমস্যা থাকলে কমেন্ট করে বলতে পারেন অথবা ইউটিউবে যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ .
চ্যানেলের নাম BARASAT BIRDS BREEDER
Youtube chenel LINK:-
https://m.youtube.com/channel/UCHROIvgQ8tMym_JPmKWZtbw
Facebook page link.
https://m.facebook.com/Raj.basak.1995/?ref=bookmarks
ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন. পোস্ট টি পড়ার জন্য অন্নেক ধন্যবাদ.
BARASAT BIRDS BREEDER





মন্তব্যসমূহ