এগ বাইন্ডিং কি?? কি জন্য হয়?? এর লক্ষন কি? সমাধান কি??

 

এগ বাইন্ডিং কি?? কি জন্য হয়??এর লক্ষন কি? সমাধান কি??




কি জন্য হয়  এগ বাইন্ডিং ? 


১/সারাদিন ডিম ডিম চিন্তা করে হাঁড়ি বা বক্স লাগিয়ে রাখা ।।
২/অল্প বয়সে ব্রিডিং এ দেওয়া ।।
৩/ক্যালসিয়াম এর অভাব বা অতিরিক্ত
শরীরে তাপ এর তারতম্য ।।
৪/চর্বিযুক্ত স্ত্রী পাখি ।।
৫/পুষ্টিহীন স্ত্রী পাখি ।।
৬/বেশি বয়স্ক স্ত্রী পাখি ।।
৭/রেস্ট না দিয়ে বার বার ব্রিডিং করানো ।।

এগ বাইন্ডিং এর লক্ষন কি??


১/পাখি খাঁচার নিচে বসে থাকবে ।।
২/খাওয়া বন্ধ করবে ।।
৩/ডিম পাড়ার জায়গায় লেজ উঁচু করে বসে থাকতে পারে ।।
৪/হাপাবে বা অস্থির হবে অনেক্ষন ধরে ।।
৫/লেজ উঠা নামা করবে ।।
৬/ডানা ঝাড়া দিতে পারে ।।
৭/একজায়গায় দীর্ঘক্ষন চোখ আধবোজা অবস্থায় থাকবে ।।
৮/ভেন্ট ফোলা দেখাবে ।।

প্রতিকার বা সমাধান কি??



১/ পাখিকে পুষ্টিকর খাবার দিতে হবে ।।
২/সঠিক বয়সে প্রজননে দিতে হবে ।।
৩/পরিমাণ মত ক্যালসিয়াম ও জিংক খাওয়াতে হবে।।
৪/ডিম পাড়তে থাকলে খেয়াল রাখতে হবে ।।
৫/প্রতি ব্রিডিং এর পর  রেস্ট দিতে হবে ।।
৬/ডিম পাড়া শেষ হলে কোন কৃত্তিম ভিটামিন দেয়া যাবেনা।।

ডিম বের করার পদ্ধতি আটকে থাকা ডিম কি ভাবে বার করবেন??


ডিম আটকে গেলে পাখিকে একটি পাতলা সুতির কাপড় দিয়ে ধরুন যেন তলপেটে চাপ না লাগে।
খুব ধীরে ধীরে দুই দিক থেকে আস্তে আস্তে চাপ দিয়ে ডিমটা বার করার চেষ্টা করুন , খুব হাল্কা করে চাপ দেবেন যেন ডিমটা ভিতরে না ভেঙে যায় ডিম যদি ভিতরে ভেঙে যায় তাহলে পাখিটিকে বাঁচানো যাবেনা।।
ডিম বার করার আগে অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করুন কারণ এটি খুবই কঠিন একটি কাজ খুব সাবধানতার  সাথে করতে হবে ।


আর এই কাজ করার সময় ঘরের দরজা জানালা আর ফ্যান বন্ধ রাখবেন কারণ অনেক সময় পাখি উড়ে যায় ।


ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন আপনার কোন সমস্যা থাকলে কমেন্ট করে বলতে পারেন অথবা ইউটিউবে যেকোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ .
চ্যানেলের নাম BARASAT BIRDS BREEDER
Youtube chenel LINK:-
Facebook page link.
ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন. পোস্ট টি পড়ার জন্য অন্নেক ধন্যবাদ.
BARASAT BIRDS BREEDER

মন্তব্যসমূহ