এগ বাইন্ডিং কি?? কি জন্য হয়??এর লক্ষন কি? সমাধান কি??
কি জন্য হয় এগ বাইন্ডিং ?
১/সারাদিন ডিম ডিম চিন্তা করে হাঁড়ি বা বক্স লাগিয়ে রাখা ।।
২/অল্প বয়সে ব্রিডিং এ দেওয়া ।।
৩/ক্যালসিয়াম এর অভাব বা অতিরিক্ত
শরীরে তাপ এর তারতম্য ।।
৪/চর্বিযুক্ত স্ত্রী পাখি ।।
৫/পুষ্টিহীন স্ত্রী পাখি ।।
৬/বেশি বয়স্ক স্ত্রী পাখি ।।
৭/রেস্ট না দিয়ে বার বার ব্রিডিং করানো ।।
এগ বাইন্ডিং এর লক্ষন কি??
১/পাখি খাঁচার নিচে বসে থাকবে ।।
২/খাওয়া বন্ধ করবে ।।
৩/ডিম পাড়ার জায়গায় লেজ উঁচু করে বসে থাকতে পারে ।।
৪/হাপাবে বা অস্থির হবে অনেক্ষন ধরে ।।
৫/লেজ উঠা নামা করবে ।।
৬/ডানা ঝাড়া দিতে পারে ।।
৭/একজায়গায় দীর্ঘক্ষন চোখ আধবোজা অবস্থায় থাকবে ।।
৮/ভেন্ট ফোলা দেখাবে ।।
প্রতিকার বা সমাধান কি??
১/ পাখিকে পুষ্টিকর খাবার দিতে হবে ।।
২/সঠিক বয়সে প্রজননে দিতে হবে ।।
৩/পরিমাণ মত ক্যালসিয়াম ও জিংক খাওয়াতে হবে।।
৪/ডিম পাড়তে থাকলে খেয়াল রাখতে হবে ।।
৫/প্রতি ব্রিডিং এর পর রেস্ট দিতে হবে ।।
৬/ডিম পাড়া শেষ হলে কোন কৃত্তিম ভিটামিন দেয়া যাবেনা।।
ডিম বের করার পদ্ধতি আটকে থাকা ডিম কি ভাবে বার করবেন??
ডিম আটকে গেলে পাখিকে একটি পাতলা সুতির কাপড় দিয়ে ধরুন যেন তলপেটে চাপ না লাগে।
খুব ধীরে ধীরে দুই দিক থেকে আস্তে আস্তে চাপ দিয়ে ডিমটা বার করার চেষ্টা করুন , খুব হাল্কা করে চাপ দেবেন যেন ডিমটা ভিতরে না ভেঙে যায় ডিম যদি ভিতরে ভেঙে যায় তাহলে পাখিটিকে বাঁচানো যাবেনা।।
ডিম বার করার আগে অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করুন কারণ এটি খুবই কঠিন একটি কাজ খুব সাবধানতার সাথে করতে হবে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন