পাখির জন্য শীত কালীন পূর্ব প্রস্তুতি ||

 পাখির জন্য শীত কালীন পূর্ব প্রস্তুতি ||



 সামনে আসছে শীত কাল সবাই নিশ্চয় পাখি নিয়ে প্রস্তুতি নেয়া শুরু করছেন বা ভাবছেন কি করবেন? যদি আগে থেকেই প্রস্তুতি নেয়া যায় তবে ঠান্ডা জনিত যে সমস্যা গুলো আছে ওটা থেকে পাখিদের বাঁচাতে পারবেন তো ?? 


একমাত্র আগাম প্রস্তুতিই পারবে পাখিদের এই ঠান্ডার সমস্যা গুলোকে মোকাবেলা করতে.।। 


এর জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে ।। 


১/ এই শীতে সীড মিক্সে  একটু পরিবর্তন করতে হবে  তৈল বীজ জাতিয় সীড যেমন ক্যানারি, তিল, সূর্যমুখী বীজ  বাড়িয়ে দেবেন।।

সূর্য মুখীর বীজের পরিবর্তে সূর্য মূখী বা সান ফ্লাওয়ার তেল দু ফোটা সফট ফুডে দিয়ে দিলেও পাখির শরীর গরম রাখবে।। 


২/পাখি কেজগুলো পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। বারান্দায় পাখি রাখলে অবশ্যই একই ভাবে ঢেকে দেবেন। 

বারান্দায় এিপল লাগিয়ে দিতে পারেন কোলোনির জন্য আলাদা ব্যাবস্থা করে দিতে হবে।।

কোলনির চারপাশ এিপল, পলিথিন বা চট দিয়ে ঢেকে দেবেন যেন ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ না করে।।

বেলা হলে উঠিয়ে দেবেন আবার এটাও খেয়াল রাখতে হবে যেন ভিতরে বদ্ধ হয়ে গ্যাস না জমে যায় একটু আলো বাতাস চলাচলের ব্যাবস্থা করে দেবেন।


৩/সকালে জল দিলে হালকা কুসুম গরম জল  ও সন্ধায় ঐ জলের পরিবর্তন করে আবার হালকা কুসুম গরম জল দিতে হবে ।।


৪/ রুমে হিটার দেয়া যেতে পারে তবে সেটা সিরামিক হিটার ব্যাবহার করতে পারবেন। তবে হিটার ব্যাবহার না করাই ভালো। 


৫/ তুলসি পাতা ,চা ও মধুর দ্রবন দেবেন নিয়মিত।


৬/ এছাড়া পূর্ব প্রস্তুতির হিসেবে antubiotic কোর্স করাতে পারেন এতে পাখি সুরক্ষিত থাকবে অনেকটাই।। 


৭/ ডিম পাখির শরীর গরম রাখতে সাহায্য করবে তাই সপ্তাহে অন্তত ৩ দিন এগ ফুড দেবেন ।।


৮/ এর পরও যদি কোনো পাখি ঠান্ডায় আক্রান্ত হয় অবশ্যই তার জন্য সাথে সাথে অভিজ্ঞ ব্রিডার সহায়তায় সঠিক চিকিৎসা প্রদান করতে হবে।


যদি আপনার কাজে লাগে তাহলে পোস্টটি শেয়ার করুন ।
ধন্যবাদ

চ্যানেলের নাম BARASAT BIRDS BREEDER

Youtube chenel LINK:-

https://m.youtube.com/channel/UCHROIvgQ8tMym_JPmKWZtbw

Facebook page link.

https://m.facebook.com/Raj.basak.1995/?ref=bookmarks

ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন. পোস্ট টি পড়ার জন্য অন্নেক ধন্যবাদ.

BARASAT BIRDS BREEDER


মন্তব্যসমূহ