পাখির গ্রিন পুপ বা সবুজ পায়খানা।
এটি একটি জল বাহিত রোগ ।
এই রোগে আক্রান্ত হলে পাখির সবুজ বর্ণের পায়খানা হয় ।
গ্রিন পুপের কারণে অনেক পাখি মারা যায়।।
নতুন পাখি পালকেরা অনেকেই পাখির এই গ্রিন পুপ সমস্যার কারণে পাখি পালন ছেড়ে দেন।।
গ্রিন পুপ যাতে না হয় তার জন্য পূর্ব প্রস্তুতি কি কি নেওয়া যায় আর যদি আক্রান্ত হয়ে যায় তার প্রতিকার কি কিভাবে করবেন??
কি কারণে হয় গ্রিন পুপ ??
পাখিকে অপরিস্কার জল খাওয়ালে ।।
প্রত্যেকদিন জল না পাল্টালে ।।
পাখিকে খোলা পাত্রে জল খেতে দিলে।।।
পাখি জল খাওয়ার পর পাত্রে পুপ করে আবার সেই জল খেলে, রোগ দীর্ঘ স্থায়ী হয়।।
পাখির গ্রিন পুপ প্রতিরোধ কি করে করবেন??
১। পাখিকে অবশ্যই পরিষ্কার জল খেতে দেবেন । ফুটানো জল ফিল্টার করে তারপর তা পাখিকে খেতে দেবেন।।
২। খোলা পাত্রে জল খেতে দেবেন না ।।
৩। প্রতিদিন লবণ মিশ্রিত গরম জল দিয়ে জলের পাএ পরিষ্কার করুন।।
পাখি যদি গ্রিন পুপে আক্রান্ত হয়ে যায় তাহলে কি করবেন ??
গ্রিন পুপে আক্রান্ত হলে করণীয়ঃ
প্রথম পদ্ধতি
১। আক্রান্ত পাখিকে আলাদা করে দিন।
২। 10ml জলে 1 ml 02 সিরাপ 1pair পাখির জন্য ব্যবহার করুন ।।
রাতের বেলায় জল বার করে নেবেন সকালবেলায় 10ml জলে ওষুধ মিশিয়ে ব্যবহার করবেন।।
এই সমস্যা দীর্ঘস্থায়ী হলে আপনি NEOPEPTIN মেডিসিন ব্যবহার করতে পারেন, দুপুর 12 টায় জল বার করে দেবেন তিনটের সময় 10 ml এ 1ml সিরাপ ব্যবহার করতে পারেন তিন থেকে পাঁচ দিনের জন্য।।
৩। পাখি সুস্থ হলে টক দই ১০-১৫ দিন খেতে দিন প্রোবায়োটিক হিসেবে ।।
দ্বিতীয় পদ্ধতিঃ
১/ অ্যাপল সিডার ভিনেগার ১ লিটার জলে ৫ মিলি অথবা ১ চা চামচ পরিমাণ মিশিয়ে ৭ দিন খেতে দিতে হবে। probiotics হিসেবে।।
২/ Teramycin ৫০০ মিগ্রা (tetracyclin 500mg) ক্যাপস্যুল ১ লিটার জলে ১ টি করে ৩ দিন , এবং অবশ্যই ৬ ঘণ্টার মধ্যে জল বদলে ফেলবেন।।
৩য় পদ্ধতি
১ গ্রাম tetracyclin powder , ৫০০ মিলি জলে মিশিয়ে টানা ৭ দিন দিতে হবে ।।
পাখি সুস্থ হয়ে গেলেও টানা ৭ দিন দিতে হবে।৭ দিন পরে liv 52 syrup ৫ml 1 লিটার জলে ব্যবহার করুন ।।
ভবিষ্যতের প্রয়োজনে হতে পারে এইজন্য শেয়ার করে রাখুন।।।।
আমার নাম নিমাই বর হাওড়া থেকে বলছি আমি কিছু গো বেঙ্গলি ফিঞ্চ 5s করেছি যার মধ্যে কয়েকটা লুজ মোশন শুরু হয়েছে যেগুলো টেবিলের উপর বসে আছে ওদের একচুয়ালি মেডিসিন দেওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা জানা আছে অনুগ্রহ করে একটু জানাবেন এতে আমার ভীষণ উপকার হবে এবং পরবর্তী সময়ে গোল্ডেন স্টার ফিঞ্চ করতে চাই একটু যদি সহযোগিতা করেন ভালো হয়
উত্তরমুছুন