পাখি পালন করে মাসে ইনকাম 50000 ?? কি দেখছেন ??কিভাবে হবে ??



পাখি পালন করে মাসে ইনকাম 50000 ?? কি দেখছেন ??কিভাবে হবে ?? 
 
আমিও প্রথমে এভাবেই ভেবেছিলাম। YouTube এ্ কিছু ভিডিও বা Facebook এ কিছু পোস্ট দেখে। কিন্তু বিদেশি পাখি পালন ব্যবসার বর্তমান যা অবস্থা তাতে এ ধরনের পোস্ট দেখে কেমন যেন নিজেকে অসহায় মনে হয়।। 

Basak birds farm 

হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি রাজ তোমরা দেখছো আমার Facebook page - basak birds farm, পোস্টটা ভাল লাগলে অবশ্যই আমাদের fb পেজটা ফলো করবেন।।

আজ আমরা আলোচনা করব এ ধরনের ইউটিউব ভিডিও ফেসবুক পোস্ট এবং বিদেশি পাখি পালনের ভবিষ্যৎ নিয়ে ।। 

Basak birds farm 

মূল আলোচ্য বিষয় :

।।প্রশ্ন।। 

1: বিদেশি পাখি পালনের আদৌ কি কোন ভবিষ্যৎ আছে?? পাখি পালন করে কি সংসার চালানো সম্ভব?? 


2: মাসে ন্যূনতম 5000 টাকা উপার্জন করতে গেলে কত জোড়া পাখি ও কি পাখি পালন করতে হবে হিসাব সহ আলোচনা করব।।


3: নতুন পাখি পালকদের কি পাখি পালন করা উচিত।।কিভাবে পালন করা উচিত এটা নিয়েও আলোচনা করব।।


4: পাখি পালন করে আদেও কি প্রচুর টাকা ইনকাম করা সম্ভব ?? সম্ভব হলে কিভাবে?? পাখি পালনের ভবিষ্যৎ কি? পাখি পালন করে ভবিষ্যতে কি ভালো কিছু ইনকাম করা যেতে পারে?? 


বিদ্র: লাস্ট কয়েক মাসের আমার সাথে ঘটে যাওয়া কিছু খারাপ অভিজ্ঞতা আলোচনা করব।। 

Basak birds farm 

।। উত্তর। । 

1: প্রথমেই বলি পাখি পালন করে কখনোই প্রচুর টাকা ইনকাম করা সম্ভব নয় বা সংসার চালানো সম্ভব নয় কারণ একটা সংসার চালাতে গেলে কমপক্ষে মাসে 15 থেকে 20 হাজার টাকার প্রয়োজন। 

আর পাখি পালন করে মাসে 15- 20 হাজার টাকা ইনকাম করতে গেলে কমপক্ষে 500-600 জোড়া ছোট পাখি করতে হবে আর যদি কেউ বড় পাখি করতে চায় তাহলে 150 থেকে 200 জোড়া পাখি রাখতে হবে । ওই পাখির থেকে যে পরিমাণে বাচ্চা হবে সেগুলোকে ভালো দামে বিক্রি করতে গেলে নতুন সমস্যার সম্মুখীন হতে হবে।


 এখানেও আপনার মনে হতে পারে এত পাখি থেকে আরও বেশি ইনকাম হবার কথা কিন্তু বাস্তবতা যাচাই করলে পাখির খাবার খরচা ও অন্যান্য খরচ আপনার 80 থেকে 90 শতাংশ টাকা চলে যাবে। লভ্যাংশ মাত্র 10 থেকে 12 শতাংশ ।। 

অতহেব পাখি পালন করে সংসার চালানো একটা আসা মাত্র কিন্তু অন্য কোন পার্মানেন্ট কাজের সাথে পাখি পালন করা যেতে পারে সামান্য কিছু ইনকামের জন্য।

Basak birds farm 

 2: মাসে ন্যূনতম 5000 টাকা ইনকাম করতে গেলে  আপনাকে কমপক্ষে 30- 50 থেকে জোড়া বড় পাখি অথবা 100 থেকে  150 জোড়া ছোট পাখি চাষ করতে হবে ।। 

কিভাবে করতে হবে প্রতি জোড়া পাখির জন্য আলাদা খাঁচা দিতে হবে ও আলাদাভাবে ব্রিডিং প্রগ্রেস নজর রাখতে হবে।।

হিসাব ধরুন আপনি পাখি পালন করবেন 100 জোড়া। বছরে প্রাথমিক খরচা সম্পূর্ণ বাদ দিলাম । একজোড়া বদ্রি পাখি বছরে কমপক্ষে চারবার বাচ্চা দেবে চারটে করেও বাচ্চা দিলে বছরে একজোড়া পাখি থেকে আপনি 16 পিস বাচ্চা পাবেন মানে 8 পেয়ার।। 8 জোড়া সেল করতে গেলে 170 থেকে 180 টাকা পাইকারি মূল্য পাবেন। 8 জোড়া পাখির দাম 170 টাকা করে হলে আপনার মোট মূল্য দ্বারা 1360 টাকা। 

একজোড়া পাখি থেকে বছরে 16 টা বাচ্চা পেলে 100 জোড়া পাখি থেকে বছরে বাচ্চা হবে 1600 পিস মানে 800 জোড়া 170 টাকা জোড়া দাম পেলে টোটাল দাম হবে 136000(100 জোড়া থেকে ইনকাম) 

প্রতি মাসে খাবার লাগবে 100 জোড়া পাখির জন্য 100 থেকে 110 কেজি ,প্রতি কেজি দানার দাম যদি 50 টাকা হয় তাহলে আপনার মাসে দানার জন্য খরচা পড়বে (শুধুমাত্র  দানা খাবারজন্য )5000 থেকে 6000 টাকা।। 

Basak birds farm 

এক বছরে খরচ হবে 60 থেকে 70 হাজার টাকা এবং 20 থেকে 30 হাজার টাকা পাখির জন্য নরম খাবার, ওষুধ সমুদ্রে ফেনা ,টোটাল কস্ট টোটাল আপনার 100 জোড়া পাখির পিছনে মাসে খরচা পড়বে, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। 

টোটাল ইনকাম যদি 136000 হয়ে থাকে পাখির পিছনে যদি 1 লাখ টাকা খরচা হয়ে থাকে টোটাল ইনকাম হবে এক বছর শেষে 36 হাজার টাকা এটা আপনি ১২ মাসে ভাগ করলে মাসে আপনার লভ্যাংশ দাঁড়াবে 3000 টাকার কাছাকাছি কিন্তু তখনই 3000 টাকা লাভ হবে প্রতি মাসে যদি প্রত্যেকটা জোড়া আপনাকে চারটি করে বাচ্চা দেয়।।


এর কম দিলে বা কোন কারনে আপনার ঘরে বাচ্চা কম হলে এর টাকা আপনার লাভের থেকেই বাদ যাবে।। 


 প্রত্যেকটা আলাদা আলাদা পাখির এই দামের হিসেব খাওয়া খরচা লাভের হিসেব না মিলতেও পারে এটা শুধুমাত্র বদরি পাখির একটা এস্টিমেট হিসেব।।

Basak birds farm 

আর এই পোস্টটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যার কারণে এখনো দুটো পয়েন্ট বাকি আছে যেগুলোকে আমি পরের  পোস্টে আপডেট করব ।।


যদি এই পোস্টটা আপনাদের ভালো লেগে থাকে আপনার অবশ্যই আমার পেজটা ফলো করবেন। কারণ আমি এ ধরনের নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা করার পোস্ট দিয়ে থাকি ।।

এই পোস্ট দ্বিতীয় পাঠ (3-4 no প্রশ্ন ও উত্তর )পড়ার জন্য আমাদের পেজটি আপনাকে ফলো করতে হবে যখন দ্বিতীয় পাঠ দেয়া হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।। 

Basak birds farm 

এই পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। । 

Basak birds farm 

এ ধরনের আরো পাখি সম্বন্ধিত পোস্ট পড়ার জন্য আমাদের webside ভিজিট করতে পারেন।

https://basakbirdsfarm.blogspot.com/

মন্তব্যসমূহ